জালানি গবেষণার জন্য ইউআইইউকে চারকোটি টাকার অনুদান - ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Abstract
‘ডিমান্ড রিসপন্স এনাবলড স্মার্ট গ্রিড’ শীর্ষক গবেষণার জন্য প্রায় চারকোটি ( ৩,৯৭,৮৮,৬০০) টাকার গবেষণা অনুদান পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জালানি গবেষণা কেন্দ্র। কেন্দ্রের পরিচালক ও গবেষণা প্রকল্পের টিম লিডার শাহরিয়ার আহমেদ চৌধুরির নিকট অনুদান হস্তান্তর করেন বাংলাদেশ জালানি ও বিদ্যুৎ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান শাহিন আহমেদ। ৯ অক্টোবর, ২০১৮ রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে গবেষণা অনুদান চুক্তি অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে বিদ্যুৎ ও জালানি গবেষণা কাউন্সিল গঠনের পর এবারই প্রথমবাররের মত কো প্রতিষ্ঠানকে গবেষণা অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহদে কায়কাউস, বিদ্যুৎ উন্নয়নের বোডের চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং ইউনাউটেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান।